Mustahiq

৩১ মে ২০২৫, ০৩:৩১:১৪ AM

টুমচরের হতদরিদ্র কুলসুম বেগম ২টি ছাগলের মালিক
======================================
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকার হতদরিদ্র কুলসুম বেগম এর টানাপোড়েনের সংসার। প্রয়োজন একটু বাড়তি আয়ের। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মুহাম্মদ সোলায়মান স্যার কুলসুম বেগ মকে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মা ছাগল প্রদান করেন। ডিপ গোল্ডেন কালারের হরিনের মত ছাগল পেয়ে কুলসুম বেগম বেশ খুশি। ইদানিং ছাগী সেইম একটি বাচ্চা দিয়েছে। ভবিষ্যতে কুলছুম একটি ছাগলের খামার ক রার ইচ্ছা ব্যক্ত করেছেন।