‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তাহলে তা সে ব্যক্তির জন্য সাদাকাস্বরূপ।’ (সহীহ বুখারী-২৩২০, সহীহ মুসলিম-১৫৫৩) যদি কিয়ামত এসে যায়, তখন কারো হাতে যদি একটি চারাগাছ থাকে, তাহলে কিয়ামত হওয়ার আগে সম্ভব হলে সে যেন চারাটি রোপন করে।’ (আল-আদাবুল মুফরাদ-৪৭৯, মুসনাদ আহমদ-১২৯০২)
মিসকিন এমন ব্যক্তি যার সামান্য কিছু আছে, কিন্তু চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তারা সাধারণত খুব কষ্টে জীবনযাপন করে। মিসকিনদের সহায়তা করা ইসলামে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এই প্রকল্পের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা পূরণ করা হয়। মিসকিনদের জন্য মাসিক খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
যারা যাকাত সংগ্রহ ও বিতরণে নিয়োজিত থাকেন তাদের বলা হয় আমেলিন। তাদের দায়িত্ব হলো সঠিকভাবে যাকাতের হিসাব রাখা। তারা গরিবদের খুঁজে বের করে সাহায্য পৌঁছায়। তাদের কাজের মূল্যায়ন হিসাবে যাকাত ফান্ড থেকে সম্মানী দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলা হয়।
এই শ্রেণিটি নতুন মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়। যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের প্রতি সহানুভূতি দেখানো দরকার। তাদের মানসিক, অর্থনৈতিক ও সামাজিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে প্রশিক্ষণ ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। তাদের ইসলামে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা হয়।
এই প্রকল্পের লক্ষ্য হলো বন্দী ও দাসদের মুক্ত করা। ইতিহাসে এটি ছিল দাসমুক্তির একটি মাধ্যম। বর্তমানে এটি প্রয়োগ হয় বন্দীদের মুক্তিতে সহায়তার জন্য। যারা অন্যায়ভাবে আটক, তাদের আইনি সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প মানবিক সহায়তার অন্যতম দিক।
গারিমিনা হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণের বোঝা বহন করতে পারছে না। এদের জন্য যাকাত দ্বারা ঋণ পরিশোধের ব্যবস্থা করা হয়। অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা ঋণে জড়িয়ে পড়ে। এই প্রকল্প তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ তৈরি করে। আর্থিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হয়।
এই শ্রেণিতে আল্লাহর পথে ব্যয় অন্তর্ভুক্ত করা হয়। ইসলামী শিক্ষা, দাওয়াহ ও মানবিক সহায়তায় খরচ করা হয়। এই প্রকল্প মাদ্রাসা, ইসলামিক সেন্টার ও গবেষণা কার্যক্রমে সহায়তা করে। যারা ইসলামের বার্তা প্রচারে নিয়োজিত, তাদের সহায়তা প্রদান করা হয়। এই খাতে ব্যয় করা অর্থ আল্লাহর রাস্তায় একটি বিনিয়োগ।
দাওয়াহ মানে হলো ইসলামের আহ্বান বা প্রচার। এই প্রকল্পের আওতায় বই বিতরণ, লেকচার ও প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন প্রজন্মকে ইসলামের সত্যতা বোঝাতে কাজ করা হয়। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে দাওয়াহ কার্যক্রম পরিচালিত হয়। এই প্রকল্প ইসলামের শান্তিপূর্ণ বার্তা পৌঁছে দিতে সহায়তা করে।