যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চার-এর খ ও গ ধারা মোতাবেক 'আজীবন সদস্য', 'দাতা সদস্য' ও 'স্কয়ারফিট ডোনার' সংগ্রহ করা হচ্ছে। দাতা সদস্য, আজীবন সদস্য ও স্কয়ারফিট ডোনারগণ ফাউন্ডেশনের কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন। এ দুটি পরিষদের সদস্যগণ থেকে সংগৃহীত এককালীন অনুদান 'যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স' মহাপ্রকল্প গড়ে তোলার কাজে ব্যয় করা হবে ইন-শা-আল্লাহ। উল্লেখ্য, এটি একটি সাদকায়ে জারিয়াহ প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন শা আল্লাহ।
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন।
দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
সদস্য হওয়ার নিয়ম:
ফাউন্ডেশনের সকল সদস্যকে অবশ্যই কুরআন ও সুন্নাহর অনুসারী এবং শিরক ও বিদআত থেকে মুক্ত হতে হবে।
সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ হালাল হতে হবে।
নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হতে পারবেন।
তাছাড়া কমপ্লেক্স প্রতিষ্ঠায় সহযোগিতার নিমিত্তে সামর্থ অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থও দান করা যাবে।
সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য 01408405060 (mobile, whatsapp, imo, telegram)