যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সিরাজগঞ্জ শাখার উদ্যোগে সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের অসহায় বিলকিস বেগমকে যাকাতের অর্থে ২০২৪ সালের শেষের দিকে ১টি মাদী ছাগল দেওয়া হয়েছে। বিলকিসের মাদী ছাগলটি গত মাসে ২ টি বাচ্চা দিয়েছে। এখন বিলকিস মোট ৩টি ছাগলের মালিক হয়েছেন। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সিরাজগঞ্জ শাখার ম্যানেজার জনাব মু্হাম্মদ শাহাদাত হোসেন এবং ডেপুটি ম্যানেজার মুহাম্মদ আব্দুল কাদের ইমনকে বিলকিস জানিয়েছেন, ফাউন্ডেশন থেকে পাওয়া ছাগল দিয়ে ভাগ্য পরিবর্তন এর জন্য এ ছাগল গুলোর মাধ্যমে পর্যায়ক্রমে ১টি ছাগলের খামার গড়ে তুলে স্বচ্ছলতার দিকে যেতে এবং যাকাতদাতা হবার চেষ্টা করবেন। যাকাত ফাউন্ডেশ জন্য যাকাত সাদাকাহর একটি অংশ যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তহবিলে দান করার আহবান জানিয়েছেন।