নারায়ণপুরের মরিয়ম সুখী ====================== যাকাত
ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, রাজশাহী জেলার মোহনপুর শাখার পক্ষ থেকে উপজেলার
নারায়ণপুর গ্রামের মরিয়ম বিবিকে ১টি ছাগল দেয়া হয়েছে। মরিয়মের মা ছাগলটি ২
টি বাচ্চা দিলে ১টি বাচ্চা মারা গেছে। সংবাদ পেয়ে শাখার ডেপুটি ম্যানেজার
জনাব মুহাম্মদ শাহিনুল ইসলাম প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ গ্রহন করলে মরিয়ম
বিবি খুশি হন। ফাউন্ডেশন থেকে পাওয়া ছাগল পেয়ে আয়ের পথ পেয়ে মরিয়ম সুখি।